মোহনপুরে পূজা উদ্বযাপন কমিটির সাথে মতবিনিময় সভা
মোঃ ফয়সাল হোসেন রাজশাহীর মোহনপুরে আসন্ন সারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৪ টার সময় মোহনপুর থানার চত্বরে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় মোহনপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ, (ওসি তদন্ত) খালেদুর রহমান, এস আই, মাহাবুবুর রহমান, ডিউটি অফিসার ও পূজা উদ্বযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ তিনি বলেন; আসন্ন সারদীয় দূর্গাপূজা উপলক্ষে অনুষ্টিত সকল জন সমাগমে নিরাপত্তা বিষয়ক দিকনির্দেশনা ও করোনা ভাইরাস থেকে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিরাপদ দুরত্বে অবস্থান করে ধর্মীয় আচার অনুষ্টান পালন করার বিষয়ে নির্দেশ দেন।