মোহনপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বেলাল গ্রেপ্তার
নিউজ ডেস্ক ঃ-রাজশাহীর মোহনপুরে ৪২ পিস ইয়াবা বড়িসহ অাট মাদক মামলার অাসামি ব্যবসায়ী বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অপরদিকে রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত অাসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী বেলাল হোসেনের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য অাইনে মামলা হয়েছে। গত রোববার রাত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন- উপজেলার মতিহার গ্রামের মৃত হাছেন সরদারের ছেলে বেলাল হোসেন (৪৬)। ওয়ারেন্টভুক্ত অাসামি পিয়ারপুর গ্রামের অাক্কাস অালীর ছেলে রাকিব হাসান (৩০)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, মাদক ব্যবসায়ী বেলাল হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অাটটি মামলা রয়েছে।