সাগরে নিমজ্জিত ২ জনকে নিজেদের জীবন বাজি রেখে উদ্ধার করল কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সদস্য।
কক্সবাজার সুগন্ধা বীচে বেড়াতে আসা
১।মোঃআলিফ(০৯),খুরুশকুল,
কক্সবাজার, ২। মোহিদ মৃণাল(২৪),বনশ্রী,রামপুরা,ঢাকা নামক পর্যটক ভাটার টানে সাগরে ডুবে গেলে ট্যুরিস্ট পুলিশ পানিতে ঝাপিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ করে অভিভাবকের হাতে তোলে দেয়।
বাংলাদেশ পুলিশ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত।